প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৫ ১১:৩৬ (মঙ্গলবার)
শায়েস্তাগঞ্জে টমটম চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ছবি: সংগ্রহ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর একটি অভিযানে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বড়চর এলাকা থেকে চুরি হওয়া ব্যাটারিচালিত একটি টমটম গাড়ি উদ্ধার এবং আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব জানায়, ২৫ জুলাই রাত ৭টা ৪০ মিনিটের দিকে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার বড়চর থেকে টমটমচালক মো. জামিল মিয়া (১৭) প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে অল্প সময়ের মধ্যে তার গাড়িটি চুরি হয়ে যায়। পরে খোঁজাখুঁজি করেও গাড়িটি না পেয়ে তার বাবা রমজান আলী শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার সূত্র ধরে র‍্যাব-৯ গোয়েন্দা তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জুলাই দুপুর ১২টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার দরগাগেইট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চুরি হওয়া টমটম গাড়ি উদ্ধার করা হয় এবং টমটম চুরির সঙ্গে জড়িত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- অন্তর মিয়া (১৯), পিতা- ফয়সাল মিয়া, সাং- বাগেরসরা, থানা- মাধবপুর।  নিলয় মিয়া (১৯), পিতা- বাচ্চু মিয়া, সাং- গাজিপুর, থানা- চুনারুঘাট।  মো. বিল্লাল মিয়া (১৯), পিতা- সবুজ মিয়া, সাং- বাগনিপাড়া, থানা- শায়েস্তাগঞ্জ, তিনজনেরই ঠিকানা হবিগঞ্জ জেলায়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় ২৬ জুলাই মামলা দায়ের করা হয়েছে  ও তাদের রিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে র‍্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে।