প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৫ ১২:৩৮ (রবিবার)
সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরকে ১ নম্বর সংকেত

ছবি: সংগৃহিত।

দেশের দক্ষিণাঞ্চলের পাশাপাশি সিলেটসহ বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে দুর্যোগপূর্ণ পরিস্থিতির শঙ্কা থাকায় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

রোববার (২৭ জুলাই) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এই বৈরী আবহাওয়ার প্রেক্ষাপটে উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সন্ধ্যা পর্যন্ত সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

সপ্তাহজুড়ে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে সিলেটসহ অন্যান্য অঞ্চলের নিচু এলাকায় জলাবদ্ধতা ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট দপ্তরগুলো উপকূলীয় ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষদের নিরাপদ স্থানে সরে যেতে এবং কৃষি, মৎস্য ও খামার সংশ্লিষ্টদের আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে।