প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৫ ১৪:০৫ (সোমবার)
গাজায় ত্রাণ নিয়ে চাপের মুখে ইসরায়েল, আকাশপথে ত্রাণ ফেলা ও মানবিক করিডর চালুর ঘোষণা

ছবি: সংগৃহিত।

গাজা উপত্যকায় ভয়াবহ খাদ্যসংকটের মুখে আন্তর্জাতিক চাপের পরিপ্রেক্ষিতে ইসরায়েল শনিবার জানিয়েছে, তারা আকাশপথে ত্রাণ ফেলেছে এবং ত্রাণ সরবরাহের পথ সহজ করতে মানবিক করিডর খোলার উদ্যোগ নিয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানায়, গাজায় ত্রাণ পাঠানোর উদ্যোগের অংশ হিসেবে তারা এক দফা আকাশপথে ত্রাণসামগ্রী সরবরাহ করেছে। একই সঙ্গে জাতিসংঘের ত্রাণবাহী যানবহর যেন খাদ্য ও ওষুধ নিয়ে নিরাপদে গাজায় প্রবেশ করতে পারে, সে লক্ষ্যে মানবিক করিডর গঠনের পরিকল্পনা করা হয়েছে।

গেল ২ মার্চ গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে ইসরায়েল। তবে আন্তর্জাতিক সমালোচনা বাড়তে থাকায় মে মাসের শেষ দিকে সীমিত পরিসরে ত্রাণ সরবরাহের অনুমতি দেওয়া হয়।

এমন এক সময় এই ঘোষণা এল, যখন ইসরায়েলি বাহিনীর হামলা ও গুলিতে এক দিনে ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হন। ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, নিহতদের অনেকে ত্রাণকেন্দ্রের কাছাকাছি অবস্থান করছিলেন।

এছাড়া শনিবার ফিলিস্তিনিদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে আসা ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর (FFC) একটি আন্তর্জাতিক জাহাজকে গন্তব্যে পৌঁছাতে বাধা দেয় ইসরায়েলি বাহিনী।

এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে জানায়, রোববার সকালে গাজার নির্দিষ্ট অংশে ত্রাণ বিতরণে সহায়তা করতে ‘মানবিক বিরতি’ কার্যকর করা হবে। ইসরায়েল বলছে, এই পদক্ষেপগুলো গাজায় মানবিক পরিস্থিতির উন্নয়নে সহায়ক হবে এবং তাদের বিরুদ্ধে 'ইচ্ছাকৃত দুর্ভিক্ষ ঘটানোর' অভিযোগ খণ্ডন করবে।