
ছবি: সংগৃহিত।
সিলেটের পরিবহন শ্রমিক রাজনীতির আলোচিত দুই নেতা সেলিম আহমদ ফলিক ও রুনু মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২৭ জুলাই) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. শরীফুল হক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, ২০২৪ সালের ২৩ ও ২৪ নভেম্বর সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন চলাকালে কদমতলী টার্মিনালে সংঘটিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় সেলিম আহমদ ফলিক ও রুনু মিয়া যথাক্রমে ১নং ও ২নং আসামি। এ ঘটনায় ২০২৪ সালের ১৩ ডিসেম্বর দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন ইউনিয়নের বর্তমান সভাপতি হাজী ময়নুল ইসলাম। মামলায় জামিনে থাকলেও রোববার নতুন করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল খালিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সেলিম আহমদ ফলিক একসময় সিলেটের পরিবহন খাতের অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন। তিনি ২০০৩ থেকে ২০০৮ এবং ২০০৮ থেকে ২০২১ সাল পর্যন্ত দুই দফায় সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেন। তার সময়কালে সংগঠনটি ছিলো অত্যন্ত সক্রিয়, এবং আন্দোলনের ডাক দিলে পরিবহন খাত কার্যত অচল হয়ে পড়তো।
তবে নির্বাচনকেন্দ্রিক সহিংসতার মামলায় জড়ানোর পর থেকে তার নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। সর্বশেষ আদালতের আদেশে তাঁকে ও তার ঘনিষ্ঠ সহযোগী রুনু মিয়াকে কারাগারে পাঠানো হলো।