
ছবি: সংগৃহিত।
‘তাণ্ডব যেখানে যায়, তুফান তুলে যায়’-এই গানের চরণ যেন বাস্তব হয়ে উঠেছে। ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ এবার মুক্তি পাচ্ছে ওটিটিতে। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান-এর প্রথম ওটিটি রিলিজ হিসেবে ছবিটি আসছে চরকি ও হইচই-এর পর্দায়।
সিনেমাটি পরিচালনা করেছেন ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’, ‘শান’ খ্যাত নির্মাতা রায়হান রাফী। তারকাবহুল এই প্রজেক্টে শাকিবের পাশাপাশি রয়েছেন জয়া আহসান, আফরান নিশো, সিয়াম আহমেদ ও সাবিলা নূর। নির্মাণ, অভিনয় এবং গল্পের ভিন্নতায় ইতিমধ্যেই এটি দর্শকমহলে দারুণ আলোচনার জন্ম দিয়েছে।
চরকির এক ঘোষণায় বলা হয়েছে, `সিনেমা হলের পর এবার আগস্টে চরকিতে ‘তাণ্ডব’ তুলতে আসছেন মেগাস্টার শাকিব খান।'
রায়হান রাফী প্রতিক্রিয়ায় বলেন, `অনেকেই প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পারেননি। এবার তাঁদের জন্যই এই ওটিটি রিলিজ। বাংলা ভাষার সিনেমা বিশ্বমঞ্চে পৌঁছে যাক, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।'
বিশিষ্ট শিল্পীদের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন আফজাল হোসেন, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, তারিক আনাম খান, সালাহউদ্দিন লাভলু প্রমুখ। প্রথমবারের মতো বড় পর্দায় কাজ করলেন টিভি অভিনেত্রী সাবিলা নূর, যার জন্য ‘তাণ্ডব’ হয়ে উঠেছে একটি বিশেষ মাইলফলক।
‘তাণ্ডব’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহপ্রযোজক হিসেবে আছে চরকি, নির্মাণে সহযোগিতা করেছে দীপ্ত।
বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী দর্শকদের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে সিনেমাটি খুব শিগগিরই চরকিতে মুক্তি পাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নির্দিষ্ট তারিখ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
প্রেক্ষাগৃহের পর এবার ঘরে ঘরে উঠবে ‘তাণ্ডব’ এর ঝড় এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।