প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৫ ১৮:৫০ (রবিবার)
এন্টি করাপশন মুভমেন্ট সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

ছবি: সংগৃহিত।

এন্টি করাপশন মুভমেন্ট সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (২৭ জুলাই) দূর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যয়ে গঠিত জাতীয় পর্যায়ে নাগরিক সংগঠন এন্টি করাপশন মুভমেন্ট এর সিলেট জেলা কমিটিতে অধ্যক্ষ মোস্তফা মিয়া-কে আহ্বায়ক ও অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দিন-কে সদস্য সচিব করে উক্ত কমিটির অনুমোদন দেন এন্টি করাপশন মুভমেন্ট এর চেয়ারম্যান এম বদরুল ইসলাম।

কমিটি গঠনের পর নেতৃবৃন্দ বলেন, এই কমিটি দূর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং প্রশাসনের সঙ্গে যৌথভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষে কাজ করবে। জেলার বিভিন্ন পেশাজীবী, সমাজকর্মী, তরুণ এবং অভিজ্ঞ নেতৃত্ব নিয়ে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এই কমিটির মূল লক্ষ্য দেশের সব নাগরিকদের দূর্নীতি বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করে দেশকে চিরতরে দূনীতি মুক্ত করা।

এক্ষেত্রে নেতৃবৃন্দ সকল গনমাধ্যম, প্রসাশন, নাগরিক সমাজ ও দেশের সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন।