
ছবি- সংগ্রহ
সুনামগঞ্জের দিরাই পৌরসভার ভরারগাঁও গ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে এক যুবক প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।
রবিবার (২৭ জুন) বিকেলে ভরারগাঁও গ্রামের যুবসমাজ ও মুরব্বিদের উপস্থিতিতে অভিযুক্ত হেলাল মিয়া তার অপপ্রচারের বিষয়টি স্বীকার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন। তিনি আতাবুর মিয়ার ছেলে।
গ্রামবাসীরা জানান, হেলাল মিয়া দীর্ঘদিন ধরে ফেসবুকে একাধিক ভুয়া (ফেইক) আইডি ব্যবহার করে গ্রামের ১১ জন তরুণের বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট তথ্য ছড়াচ্ছিলেন। ভুক্তভোগীদের মধ্যে ছিলেন বিরাজ মিয়ার ছেলে শুভ মিয়া, শফিক মিয়ার ছেলে সাহান মিয়া, রফিক মিয়ার ছেলে ইকবাল মিয়া, মলকুছ মিয়ার ছেলে সোহাগ মিয়া, আঃ হক মিয়ার ছেলে জিসান মিয়া, আসাদ মিয়ার ছেলে রাসুম মিয়া, আঃ খালিক মিয়ার ছেলে নাজমুল মিয়া, আতাবুর মিয়ার ছেলে আখলাকুর মিয়া, মখলিছ মিয়ার ছেলে তাহমিদ মিয়া, ছইফুল মিয়ার ছেলে তামিম মিয়া ও মৃত ছাদ মিয়ার ছেলে এমদাদ মিয়া।
অভিযুক্ত হেলাল মিয়া সভায় বলেন, তিনি ভুল করেছেন এবং ভবিষ্যতে আর কখনো এমন কাজ করবেন না। তার এই ক্ষমা প্রার্থনায় গ্রামবাসীরাও মানবিকতা দেখিয়ে তাকে ক্ষমা করে দেন।