প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৫ ২১:১১ (সোমবার)
জুলাই অভ্যুথান দিবসে সিলেটে ছাত্রশিবিরের র‌্যালি অনুষ্ঠিত

ছবি: সংগৃহিত।

'জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ' এই শ্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার সিলেট মহানগর ছাত্রশিবির এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে।

নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে আম্বরখানা পয়েন্টে এসে র‌্যালিটি শেষ হয়।

র‌্যালিপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ এবং সঞ্চালনায় ছিলেন মহানগর সেক্রেটারি শহীদুল ইসলাম সাজু।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইসলাহী বলেন, 'চব্বিশের জুলাইয়ের বিজয়ের পর বিভিন্ন স্টেকহোল্ডার যারা আন্দোলনের ফসল ভোগ করছেন, তারা বিজয়ের বিনয় হারিয়ে অহংকারে ডুবে গেছেন। দুই সহস্রাধিক ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে উপদেষ্টার চেয়ারে বসা ব্যক্তিরা আজ পর্যন্ত একজন খুনি বা সন্ত্রাসীর বিচারও নিশ্চিত করতে পারেননি। শহীদ পরিবারের পুনর্বাসন কিংবা আহতদের সুচিকিৎসার ক্ষেত্রেও তাদের ব্যর্থতা স্পষ্ট।'

তিনি বলেন, 'এখন বিভক্ত হওয়ার সময় নয়। আমরা যদি ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে ব্যর্থ হই, তবে ষড়যন্ত্রকারীরা আবারও সক্রিয় হবে। তাই ছাত্র-জনতার সম্মিলিত ঐক্য ছাড়া মুক্তির পথ নেই।'

সভাপতির বক্তব্যে শাহীন আহমদ বলেন, 'জুলাই বিপ্লবের কৃতিত্ব নিয়ে যারা টালবাহানা করছে, তারাই মূলত নব্য ফ্যাসিবাদের জন্ম দিচ্ছে। এ বিপ্লব কোনো একক গোষ্ঠীর নয়, এটি ছাত্র-জনতার সম্মিলিত ত্যাগের ফসল।'

র‌্যালিতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবি সভাপতি তারেক মনোয়ার এবং সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের।

অনুষ্ঠানে ছাত্রশিবির সিলেট মহানগরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।