
ছবি: সংগৃহিত।
ঢাকায় ভয়ংকর সন্ত্রাসী, জঙ্গি ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত আসামিদের শুনানি এখন থেকে ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠিত হবে। এজন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ২৮ নম্বর এজলাস কক্ষকে ‘ডিজিটাল কোর্টরুম’ হিসেবে প্রস্তুত করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
আদেশে বলা হয়, ঢাকার বিভিন্ন আদালতে অনেক চাঞ্চল্যকর ও জনগুরুত্বপূর্ণ মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার আসামিদের মধ্যে জঙ্গি, ভয়ংকর সন্ত্রাসী এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও দুর্নীতির অভিযোগে অভিযুক্তরা রয়েছেন। কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রতিদিন বিপুল সংখ্যক আসামিকে আদালতে হাজির করা হয়।
এই আনা-নেওয়ার প্রক্রিয়ায় নিরাপত্তা হুমকির পাশাপাশি জনরোষের আশঙ্কাও থাকে। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয়।
এই প্রেক্ষাপটে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা এবং আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০-এর ৫ ধারা অনুযায়ী অডিও-ভিডিও মাধ্যমে সাক্ষ্যগ্রহণ ও শুনানির সুযোগ রয়েছে।
এ নির্দেশনার আলোকে ভার্চুয়াল শুনানির জন্য জুম (Zoom) প্ল্যাটফর্ম ব্যবহার করে ২৮ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসব মামলার কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আদেশে সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষসহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে বলা হয়েছে।