প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৫ ১২:৪৪ (বুধবার)
বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার নতুন সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস

ছবি: সংগৃহিত।

বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়কের দায়িত্ব আগামী তিন মাস পালন করবেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সাংগঠনিক কমিটির সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস।

সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাসদ (মার্কসবাদী) কার্যালয়ে অনুষ্ঠিত বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জোটের সিলেট জেলার সমন্বয়ক ও বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর।

সভায় উপস্থিত ছিলেন সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বিপ্লবী কমিউনিস্ট লীগ সিলেট জেলার সম্পাদক সিরাজ আহমেদ, বাসদ সিলেট জেলার সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সদস্য নাজিকুল ইসলাম রানা, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য দোয়েল রায়, বুশরা সুহেল প্রমুখ।

সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃবৃন্দ অভিযোগ করেন, বর্তমান সরকার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিলেও সে পথে না গিয়ে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে গোপন চুক্তি করছে। বাজার সিন্ডিকেট, মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার পাশাপাশি সিলেটে প্রশাসনের চোখের সামনে চলছে পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ড।

তাঁরা আরও বলেন, দখল হওয়া ছড়া, খাল, জলাশয় উদ্ধারে কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। অল্প বৃষ্টিতেই বন্যা সমস্যা প্রকট হচ্ছে। ট্রেনের টিকিট কালোবাজারিও বন্ধ হয়নি। এসব বিষয়ে আগামী দিনে বাম গণতান্ত্রিক জোটের নেতৃত্বে আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সঞ্জয় কান্ত দাসকে আগামী ৩ মাসের জন্য বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক হিসেবে মনোনীত করা হয়।