ছবি: সংগৃহিত।
সিলেটের সাদা পাথরসহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদ লুটপাট ও ধ্বংসের প্রতিবাদে ক্ষুব্ধ নাগরিকবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় সুরমা নদীর তীরে ক্বিন ব্রিজ সংলগ্ন আলী আমজাদের ঘড়িঘরের বিপরীতে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেট শাখা, পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেট এবং সুরমা রিভার ওয়াটার কিপার যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
আয়োজনে সভাপতিত্ব করেন ধরা সিলেট শাখার আহ্বায়ক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সুরমা রিভার ওয়াটার কিপার আব্দুল করিম কিম।
প্রধান বক্তা ছিলেন ধরা’র কেন্দ্রীয় সদস্য সচিব শরীফ জামিল।
এ সময় বক্তব্য দেন- ধরা’র আজীবন সদস্য ও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক, পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের ট্রাস্টি স্থপতি জেরিনা হোসেন, সিলেট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরওয়ার আহমেদ চৌধুরী আবদাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নাজিয়া চোধুরী, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এমরান আল আমিন, বাংলাদেশ জাসদ সিলেটের সভাপতি জাকির আহমেদ, সহযোগী অধ্যাপক স্থপতি কৌশিক সাহা, সহযোগী অধ্যাপক ড. মোঃ এমদাদুল হক, সচেতন নাগরিক কমিটির সভাপতি এডভোকেট শিরিন আক্তার, ফাদার যোশেফ গোমেজ, বাসদের জেলা সংগঠক কমরেড উজ্জ্বল রায়, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও নাগরিক সমাজের ব্যক্তিবর্গ।

প্রধান বক্তা শরীফ জামিল বলেন, 'সিলেটের পাথর হচ্ছে লুটের কাঁচা টাকা। এর সাথে অনেক রকম স্বার্থ জড়িত। সরকারের সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই লুটপাট ঠেকানো কঠিন।'
তিনি অবিলম্বে পাথর লুটের সাথে জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান।
প্রফেসর জহিরুল হক বলেন, 'পাথর লুটপাটে শুধু পরিবেশ নয়, মানবিক বিপর্যয়ও অনিবার্য। এতে নদীর দিক পরিবর্তন, নদীভাঙন ও জনপদ বিলীন হওয়ার ঝুঁকি রয়েছে।'
আব্দুল করিম কিম অভিযোগ করেন, প্রশাসনের প্রচ্ছন্ন ছত্রছায়ায় সাদা পাথর নিঃশেষ হয়ে গেছে। রাজনৈতিক প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতা এবং প্রশাসনের নতজানু ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
আয়োজকরা বলেন, সিলেটের প্রাকৃতিক সম্পদ রক্ষায় সকলের সম্মিলিত প্রতিবাদ-প্রতিরোধ এখন সময়ের দাবি।
কর্মসূচিতে সাংগঠনিকভাবে অংশ নেয় খবরের কাগজ বন্ধুজন সিলেট শাখা, উন্নয়ন সংগঠন একসেস বাংলাদেশ এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিকার বিষয়ক সংগঠন প্রাধিকারসহ আরও কয়েকটি সংগঠন।