প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৫ ১৪:৪০ (সোমবার)
আজ আয়ুব বাচ্চুর জন্মদিন

ছবি: সংগৃহীত।

গিটার ছিল তার প্রথম ও শেষ ভালোবাসা। মঞ্চে তার গিটার বাজানো মানে তরুণদের মনে বিদ্যুৎ সঞ্চার। ব্যক্তিগত বেদনা, অভিমান সবই তিনি গানের সুরে মিশিয়ে শ্রোতাদের সঙ্গে ভাগ করে নিতেন। জীবনের শেষ সময়ে গিটার দিয়ে দেশের গিটারপ্রেমীদের জন্য প্রতিযোগিতা আয়োজন করার স্বপ্নও ছিল তার। তিনি বাংলাদেশের ব্যান্ড সংগীতের জাদুকর আয়ুব বাচ্চু।

আজ ১৬ আগস্ট, তাঁর জন্মদিন। ২০১৮ সালের ১৮ অক্টোবর তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, তবে তার সুর, গান ও অবিস্মরণীয় মঞ্চাভিনয় আজও শ্রোতাদের মনে জীবিত।

১৯৬২ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করা আয়ুব বাচ্চু ১৯৮৩ সালে মাত্র ৬০০ টাকা নিয়ে ঢাকায় এসে বাংলাদেশের ব্যান্ড সংগীতের মানচিত্র পাল্টে দেন। এলআরবি ব্যান্ড গড়ে তোলার মাধ্যমে তিনি দেশের ব্যান্ড সংস্কৃতিকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেন। রক, হার্ড রক, ব্লুজসহ নানা ঘরানার গান করলেও আধুনিক ও লোকগীতিতে তিনি ভক্তদের মুগ্ধ করতে ভোলেননি।

আজ তার জন্মদিনে স্মরণ করা হচ্ছে এই অসাধারণ শিল্পীকে, যার অবদান বাংলাদেশের ব্যান্ড ও রক সংগীতের ইতিহাসে চিরস্মরণীয়।