প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৫ ১৬:৩৮ (সোমবার)
গোবিন্দগঞ্জে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি: সংগৃহিত।

গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান এবং সহকারী প্রধান শিক্ষক  ফজলুল করিম বকুল উপস্থিত থেকে শিক্ষার্থীদের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানান।

কর্মসূচিতে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন এনামুল হক রুবেল, মানিক মিয়া, মোজ্জামেল আলী, ফজর উদ্দিন, ফখর উদ্দিন, ছায়েদ মিয়া, পংকজ দত্ত, আশরাফুর রহমান, মো. তাওহীদ আহমদ (এডভোকেট), মোহাম্মদ শাহ আলম, মাছুম মিয়া, মো. ছমির আলী, আব্দুল ওয়াহিদ, মিজানুর রহমান, রাকিবুল হাসান, সাহেদ আহমদ, কামরুল হাসান, এহসানুল করিম রাজন, ফয়সল আহমদ ও মতিউর রহমান।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রাক্তন শিক্ষার্থীদের এই মহতী উদ্যোগ বিদ্যালয় প্রাঙ্গণকে সবুজ ও প্রাণবন্ত করার পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদেরও পরিবেশ রক্ষায় অনুপ্রাণিত করবে।