প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৫ ১৯:১৭ (সোমবার)
সিলেটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ছবি: সংগৃহিত।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে সিলেটে শুরু হয়েছে 'জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৫'।

জেলা প্রশাসন, সিলেটের আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শনিবার (১৬ আগস্ট) বিকাল ৩টা ৩০ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন হয়।

প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা-আইসিটি) মো. নুরের জামান চৌধুরী।

স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য-সচিব মো. নূর হোসেন।

শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি খেলোয়াড় সাহাজ উদ্দিন টিপু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট সৈয়দ ফজলে এলাহী অভি, নাজিম উদ্দিন সাহান, ওয়াহিদ উমায়ের, জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল আহাদ, সিলেট ডিএফএ’র কোষাধ্যক্ষ রুবেল আহমদ নান্নু, কার্যনির্বাহী সদস্য রাফায়াত মালীক রাফী, মহিউদ্দিন রাসেল ও আজিজুর রহমান মিটনসহ সাবেক কৃতি ক্রীড়াবিদ ও ফুটবল কোচরা।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।

টুর্নামেন্টে সিলেট জেলার ১৩টি উপজেলা ক্রীড়া সংস্থা ও সিটি করপোরেশনের দলসহ মোট ১৪টি দল অংশ নিচ্ছে।

উদ্বোধনী খেলায় সিলেট সদর উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল ২-১ গোলে জকিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দলকে পরাজিত করে।

টুর্নামেন্টে সহযোগিতা করছে সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) এবং স্পন্সর করছে- বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে ফুটবল একাডেমি, বি.এফ.সি. স্পোর্টিং ক্লাব, বিশ্বনাথ ফ্রেন্ডস সার্কেল, লাবলু ফুটবল একাডেমি, এম.আই. রাহুল ফুটবল একাডেমি, সুগন্ধা ফুটবল একাডেমি, রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি প্রমুখ।

আগামীকাল (১৭ আগস্ট) বিকাল ৩টা ৩০ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে জৈন্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল মুখোমুখি হবে ফেঞ্চুগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দলের।

খেলা উপভোগ করতে মাঠে এসে দর্শকদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট কমিটির সদস্য-সচিব মো. নূর হোসেন।