
ছবি: সংগৃহিত।
হবিগঞ্জের নবীগঞ্জে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মাষ্টমী ও আবির্ভাব তিথি পালিত হয়েছে।
নবীগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শনিবার (১৬ আগস্ট) সকালে নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউড় মন্দির প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোবিন্দ জিউড় আখড়ায় এসে শেষ হয়।
শোভাযাত্রা পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রঙ্গলাল রায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি ভবানী শংকর ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক নীলকণ্ঠ দাশ সামন্ত নন্দী, গোবিন্দ জিউড় আখড়া কমিটির সাবেক সভাপতি সুবিনয় কর, অশোক তরু দাস, উপজেলা লোকনাথ সেবা সংঘের সভাপতি সুখেন্দু পুরকায়স্থ, সাধারণ সম্পাদক সাধন চন্দ্র দাশ, ইসকন মন্দিরের অধ্যক্ষ ব্রজকৃষ্ণ দাস ব্রম্মচারী প্রমুখ।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা পুজা উদযাপন পরিষদ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন), উপজেলা লোকনাথ সেবা সংঘ, সৎসঙ্গ বাংলাদেশ, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, সনাতন বিদ্যার্থী সংসদসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) নবীগঞ্জ পৌরসভার তিমিরপুর ইসকন মন্দিরে দুই দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করে জন্মাষ্টমী উদযাপন করেছে।
শোভাযাত্রা ও অনুষ্ঠানটি নবীগঞ্জে ধর্মীয় ঐতিহ্যকে সমৃদ্ধ করার সঙ্গে ভক্তদের মধ্যে আধ্যাত্মিক ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।