প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৫ ২১:০৭ (রবিবার)
ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর জৈন্তাপুরে উদ্ধার, ৫ হাজার ঘনফুট জব্দ

ছবি: সংগৃহিত।

সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা থেকে লুট হওয়া পাথরের সন্ধান মিলেছে জৈন্তাপুর উপজেলায়।

গোপন সংবাদের ভিত্তিতে তৎক্ষণিক অভিযান চালিয়ে টাস্কফোর্স ৫০০০ ঘনফুট পাথর জব্দ করেছে।

শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টা নাগাদ জৈন্তাপুর উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়নের বাগেরখাল এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ ফারজানা আক্তার লাবনী।

অভিযানে সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিট হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর তাহমিদুল ইমামের নেতৃত্বে সেনা টিম এবং জৈন্তাপুর মডেল থানার পুলিশ অংশ নেন।

সহকারী কমিশনার ফারজানা আক্তার লাবনী জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, পাথরগুলো ভোলাগঞ্জ সাদা পাথর থেকে লুট হয়ে ধোপাগুল এলাকায় কোনো ক্রাশার মিলে মজুদ করা হয়েছিল। লুট হওয়া পাথর উদ্ধার অভিযান থেকে রক্ষা পেতে কয়েকদিন আগে এগুলো জৈন্তাপুর বাগেরখাল এলাকায় আনা হয়।

তিনি আরও বলেন, 'পাথর মজুদের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে অভিযান চালিয়ে পাথরগুলো জব্দ করা হয়েছে। বর্তমানে জব্দকৃত ৫০০০ ঘনফুট পাথর ভোলাগঞ্জে পুনঃনদীতে ফেলার জন্য প্রস্তুতি চলছে।'