প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৫ ২১:২৯ (রবিবার)
ট্রাম্প-পুতিন বৈঠকের পর রাশিয়ার হামলা ইউক্রেনে

ছবি: সংগৃহিত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলাস্কা বৈঠকের কয়েক ঘণ্টা পর রাশিয়া ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে।

কিয়েভের বিমান বাহিনী জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত রাশিয়ার বাহিনী ৮৫টি ড্রোন এবং একটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

হামলা চারটি ফ্রন্টলাইন এলাকায় পরিচালিত হয়।

উল্লেখ্য, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৬১টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

দীর্ঘকাল ধরে চলা ইউক্রেন যুদ্ধের কোনো যুদ্ধবিরতি ঘোষণা ছাড়াই আলাস্কা বৈঠক শেষ হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখনও বৈঠকের বিষয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাতে পারেননি।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার আক্রমণে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।