
বাংলাদেশ টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩২ রানে হারিয়ে প্রথম জয় উদযাপন করেছে।
টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে।
দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন জিশান, অপরাজিত ৪৮ রান যোগ করেন আফিফ।
জবাবে নেপাল ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান করতে পারে।
বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান মাহমুদ ও রিপন মন্ডল দুর্দান্ত বোলিং করেন, বিশেষ করে স্পিনার রকিবুল হাসান ৩ উইকেট শিকার করেন।
বাংলাদেশের ওপেনাররা আগের থেকেই আক্রমণাত্মক শুরু এনে দেন, যেখানে জিশান ঝড় তোলেন ৪৫ বলের ইনিংসে ৪ চার ও ৫ ছক্কায় ৭৩ রান করে। চারে নামা আফিফও মাত্র ২৩ বলে অপরাজিত ৪৮ রান করেন।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান শাহীনসের কাছে ৭৯ রানে হেরে যায় বাংলাদেশ।