প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৫ ২২:৪৭ (রবিবার)
ফুটবল খেলা নিয়ে সংঘ*র্ষে নিহ*তের ঘটনায় গ্রে*ফতার ২

ছবি: সংগৃহিত।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে দুপক্ষের দুজন নিহতের ঘটনায় দুপক্ষের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার লক্ষীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন নিহত আব্দুল মতিনের ছেলে জাকারিয়া (২৩) ও নিহত আকবর আলীর ছোট ভাই জাবের আহমদ (২২)।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ’ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

উল্লেখ্য, শুক্রবার দোয়ারাবাজারে ফুটবল খেলায় গোল নিয়ে বাগ্বিতণ্ডার জেরে খেলা শেষে দুপক্ষের সংঘর্ষে দুপক্ষের দুই অভিভাবক নিহত হন।

প্রথম দফা সংঘর্ষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রতিপক্ষের হাতে নিহত হন উপজেলার লক্ষীপুর ইউনিয়নের জিরাগাঁও নিবাসী বীরাঙ্গনা মরহুমা কাঁকন বিবির জামাতা আব্দুল মতিন (৪৬)।

অপরদিকে দ্বিতীয় দফা সংঘর্ষে রাত সাড়ে ৮টার দিকে প্রতিপক্ষের বেধড়ক মারপিটের পর দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর নিহত হন আকবর আলী (৩৮)। তিনি স্থানীয় লক্ষীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

এ ঘটনায় আহত হন উভয় পক্ষের অন্তত ১০জন।