প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৫ ১২:৩২ (রবিবার)
সাফজয়ী নারী ফুটবলারদের পুরস্কারের দেড় কোটি টাকা এখনও অনিশ্চিত

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ নারী ফুটবলের স্বপ্নযাত্রা এশিয়ার সর্বোচ্চ আসরে পৌঁছে দিয়েছে সাবিনা খাতুন, আফঈদা খন্দকার, ঋতুপর্ণা চাকমাদের। বিশ্বকাপ ও অলিম্পিক খেলার স্বপ্ন দেখানো এই দলটির হাতে এখনও পৌঁছায়নি সাফজয়ের পুরস্কার হিসেবে ঘোষিত দেড় কোটি টাকা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রায় এক বছর আগে এ অর্থ দেওয়ার ঘোষণা দিলেও আজও তা বাস্তবায়িত হয়নি। অথচ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)সহ অন্যান্য প্রতিষ্ঠান তাদের ঘোষিত পুরস্কারের অর্থ আগেই ফুটবলারদের হাতে তুলে দিয়েছে।

ফুটবল সংশ্লিষ্টরা বলছেন, যাদের সবার আগে অর্থ প্রদান করার কথা ছিল, সেই বাফুফেই ঘোষণা দিয়ে এখনো নীরব। ফলে সাফজয়ী ফুটবলাররা প্রতীক্ষার প্রহর গুনছেন প্রাপ্য দেড় কোটি টাকার জন্য।