প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৫ ১২:৫৫ (সোমবার)
কোম্পানীগঞ্জে টাস্কফোর্সের অভিযানে চারজন গ্রেফতার

ছবি: সংগৃহীত।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় টাস্কফোর্সের বিশেষ অভিযানে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র ও মদসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ১২টা ২০ মিনিট থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ  এর তৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের প্রথম পর্যায়ে রাত আনুমানিক ১টা ভোলাগঞ্জ আদর্শ গ্রামে কুতুব উদ্দিন ওরফে পাগলা শাহ (৫০), পিতা- মৃত আনোয়ার আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী তার বসতবাড়ি থেকে ১টি দা, ২টি ছুরি, ১টি বল্লম, ১৮০ মিলিলিটার ভারতীয় মদ (Officer's Choice) এর একটি বোতল এবং ১টি ইয়ারগান জব্দ করে। পরে তাকে গ্রেফতার করা হয়।

পরবর্তী পর্যায়ে রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে ভোলাগঞ্জ উত্তরপাড়া এলাকায় মো. আব্দুল ওয়াহিদ (৬০), পিতা- মৃত গোলাম মোস্তফার বাড়িতে অভিযান পরিচালিত হয়। এ সময় ১টি বল্লম, ১টি রামদা, ১টি ছুরি ও ১টি দা জব্দ করা হয়। এ অভিযানে আব্দুল ওয়াহিদসহ তার দুই ছেলে রুয়েল আহমদ (২৫) এবং জাহিদ আহমদ (২২) কে গ্রেফতার করা হয়।

অভিযান শেষে জব্দকৃত আলামত এবং গ্রেফতারকৃত চার আসামিকে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।  তাদের থানার হাজতে রাখা হয়েছে।