
ছবি: সংগৃহীত।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উদযাপন করেছে সিলেট মহানগরের ২৭ নং ওয়ার্ড বিএনপিও সহযোগি সংগঠন। এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে তারা।
১৬ আগস্ট শনিবার বাদ আসর ২৭ নং ওয়ার্ডের ষাট ঘর জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জুমান আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মিনার আহমদ এবং শাহজাহান আহমদের পরিচালনায় মিলাদ মাহফিল পূর্ব আলোচনায় অংশ নেন সিলেটের মোগলাবাজার থানা বিএনপির সদস্য সচিব জামাল আহমদ, ২৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মুমিন বাচ্চু, আলমগীর হোসেন, সদস্য সেলিম আহমদ, ২৭ নং ওয়ার্ড শ্রমিক দলের আহবায়ক গোলজার আহমদ, সদস্য সচিব হোসেন আহমদ অপু, মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য শুভ আহমদ, যুব দল নেতা কবির আহমদ, আবু তাহির, আজিজুর রহমান, আলতাব মিয় প্রমুখ।
দোয়া মাহফিলে শহীদ প্রসিডেন্ট জিয়া উর রহমান ও আরাফাত রহমান কুকুর রুহের মাগফিরাত কামনা, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়াও, দলের বিভিন্ন স্তরের গুম ও নিহত নেতাকর্মীর রুহের মাগফিতার কামনা ও জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের রুহের মাফিরাত কামনা করা হয়। অসুস্থ নেতাকর্মীদের সুস্থ কামনা করা হয়।