প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৫ ১৪:২৯ (সোমবার)
চোট কাটিয়ে মাঠে মেসি, লস অ্যাঞ্জেলেসকে হারালেন জাদুতে

ছবি: সংগৃহীত।

চোটের কারণে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকা লিওনেল মেসি ফেরার সঙ্গে সঙ্গেই দলের জয় নিশ্চিত করলেন। আজ ইন্টার মায়ামির হয়ে খেলতে নামা মেসি মাত্র ৪৫ মিনিট মাঠে থাকলেও লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে ৩-১ গোলে হারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন।

গত ২ আগস্ট লিগস কাপে নেকাখসার বিপক্ষে ম্যাচে পায়ে চোট পাওয়ায় ম্যাচের ১১ মিনিটেই মাঠ ছেড়ে যেতে হয়েছিল মেসিকে। এরপর লিগস কাপ ও এমএলএসের দুটি ম্যাচে তিনি খেলতে পারেননি। আজ ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামান মেসিকে।

প্রথমার্ধে ৪৩তম মিনিটে জর্দি আলবারের গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। তবে ৫৯তম মিনিটে জোসেফ পেইনসিলের গোলে সমতা ফিরে আসে গ্যালাক্সির কাছে।

দ্বিতীয়ার্ধে মাঠে নামার পর মেসি আবারও নিজের জাদু দেখালেন। ৮৪তম মিনিটে রদ্রিগো দি পলের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে বাম পায়ের নিচু শটে গোল করেন তিনি। এবারের এমএলএসে এটি মেসির ১৯তম গোল। মাত্র পাঁচ মিনিট পর ৮৯তম মিনিটে ব্যাকহিল থেকে লুইস সুয়ারেজকে গোল করিয়ে দেন মেসি, যা মায়ামির জয় নিশ্চিত করে।

এবারের লিগে এটি ইন্টার মায়ামির ১৩তম জয়। ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে চতুর্থ স্থানে আছে মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়া তিন ম্যাচ বেশি খেললেও মায়ামির থেকে ৬ পয়েন্ট এগিয়ে।

মায়ামির পরবর্তী ম্যাচ হবে বুধবার লিগস কাপের কোয়ার্টার ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ তাইগ্রেস ইউএএনএল।