প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৫ ১৪:৩৮ (সোমবার)
সিলেটে যৌথ অভিযানে ১১ হাজার ঘনফুট পাথর জব্দ, ২ জন আটক

ছবি: সংগৃহীত।

সিলেটের সালুটিকর ভাটা এলাকায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে অন্তত ১১ হাজার ঘনফুট মাটিচাপা পাথর জব্দ করা হয়েছে। এ সময় জড়িত থাকার অভিযোগে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আরডিসি আশিক মাহমুদ কবিরের নেতৃত্বে অভিযান পরিচালনা করে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী। অভিযানের এক পর্যায়ে ধোপাগুল সংলগ্ন সালুটিকর ভাটা এলাকায় একটি ক্রাশার মিলের আঙ্গিনায় মাটিচাপা অবস্থায় পাথরের সন্ধান পান যৌথ বাহিনী।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানায়, জব্দকৃত পাথরের পরিমাণ আনুমানিক ১১ হাজার ঘনফুট। পাশাপাশি তারা জানিয়েছেন, লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

এর আগে, গতকাল ধোপাগুল এলাকার বসতবাড়ি ও ক্রাশার মিলে অভিযান চালিয়ে আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছিল।