
ছবি: সংগৃহীত।
বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তরা ছেলে আরিয়ান খানকে ক্যামেরার সামনে দেখতে চাইলেও, তিনি স্পষ্ট জানিয়ে দিলেন- আরিয়ানকে অভিনয়ে পাওয়া যাবে না। সম্প্রতি নিজের ‘আস্ক মি এনিথিং’ সেশনে এই প্রসঙ্গ ওঠে। ভক্তদের আবদারের জবাবে কিং খান বলেন, ছেলে নেপথ্যে কাজ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করে।
শাহরুখ বলেন, ‘আমি চাই না আমার ঘরে কোনো প্রতিযোগিতা হোক। সুহানা বড়পর্দার জন্য প্রস্তুতি নিচ্ছে, আরিয়ান ক্যামেরার পেছনে থাকতে চায়। তাই ওকে সেখানেই ভালোবাসা দেবেন, ওর প্রথম কাজের জন্য।’
এদিকে শাহরুখ কন্যা সুহানা খান ইতোমধ্যেই বড়পর্দায় আসার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে ছেলে আরিয়ানও পিছিয়ে নেই। পরিচালকের ভূমিকায় খুব শিগগির আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। তার প্রথম ওয়েব সিরিজের নাম ‘স্টারডম’। নাম থেকেই বোঝা যাচ্ছে, শোবিজ দুনিয়ার উত্থান-পতনের গল্পই ঘিরে তৈরি হয়েছে এ সিরিজ।
খবর পাওয়া গেছে, সিরিজটির শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে। এতে বিশেষ চরিত্রে দেখা যেতে পারে শাহরুখ খানকে। পাশাপাশি রণবীর সিং ও করণ জোহরেরও বিশেষ উপস্থিতির কথা শোনা যাচ্ছে।