প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৫ ১৬:৪১ (সোমবার)
জামিন পেলেন আজিজুর, পুলিশের কাছে ব্যাখ্যা চাওয়া হলো

ছবি: সংগৃহীত।

ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় জামিন দিয়েছেন আদালত। রোববার ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলামের আদালতে তাঁকে হাজির করা হলে এ আদেশ দেওয়া হয়।

এর আগে গত শুক্রবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ফুল দিতে গিয়ে মারধরের শিকার হন আজিজুর রহমান। এরপর পুলিশ তাঁকে আটক করে আদালতে পাঠায়। আদালত প্রথমে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল।

এ ঘটনায় নানা বিতর্ক তৈরি হয়। কিছু গণমাধ্যমে খবর আসে, গত বছরের ৪ আগস্ট সায়েন্সল্যাব এলাকায় গুলিবিদ্ধ মো. আরিফুল ইসলামের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটি চলতি বছরের ২ এপ্রিল ধানমন্ডি থানায় করা হয়। তবে আজ সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, আজিজুরকে ওই মামলার আসামি করা হয়নি, বরং সন্দেহভাজন হিসেবে আদালতে পাঠানো হয়।

ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরই মধ্যে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করেছে কর্তৃপক্ষ। তাঁকে জিজ্ঞাসা করা হবে- কোন ভিত্তিতে আজিজুরকে মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। পাশাপাশি ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কি না, তা খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে বলা হয়, আজিজুর রহমানের সম্পৃক্ততার তদন্ত দ্রুত শেষ করে সংশোধিত সিআরপিসির ১৭৩(এ) ধারা মোতাবেক অতিসত্বর প্রতিবেদন দাখিল করতে হবে।