প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৫ ১৯:০৯ (সোমবার)
বিশ্বনাথে ইমাম-মোয়াজ্জিনদের সাথে লুনার মতবিনিময়

ছবি: সংগৃহিত।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট-২ আসনের সাবেক সাংসদ নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেন, 'বিএনপি একটি উদার রাজনৈতিক দল ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী।'

তিনি উল্লেখ করেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন ইমাম-মোয়াজ্জিনদের মূল্যায়ন করা হতো, কিন্তু বর্তমান সরকার তাদের উপেক্ষা করেছে।

তিনি বলেন, 'ইমাম-মোয়াজ্জিনরা মানুষকে সঠিক পথ দেখান, তবুও তাদের বেতন কম এবং যথাযথ মর্যাদা নেই।'

রোববার (১৭ আগস্ট) সিলেটের বিশ্বনাথ উপজেলায় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লুনা আরও বলেন, 'বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মোয়াজ্জিনদের জন্য সম্মানজনক বেতন ও চাকুরি নীতিমালা নির্ধারণ করা হবে। এছাড়া যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা, জঙ্গিবাদ নির্মূল, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।'

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দিন।

সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ইলিয়াসপুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ময়নুল হক, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মাওলানা মাহমুদুর রহমান মিলাদ, সামসুল ইসলাম জুনেদ, মাওলানা আব্দুন নুর, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা সাইফুল ইসলাম, ফেরদাউসুর রহমান, মুফতি আবু বক্কর, মাওলানা সাইফুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শেষে নিখোঁজ ইলিয়াস আলীসহ সকলকে ফেরত পাওয়ার জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।