
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান (ছবি: সংগৃহীত)।
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি নামানোর বিষয়ে উপদেষ্টা পরিষদের কোনো আলোচনা হয়নি।
তিনি বলেছেন, 'ছবি অবসারণ হয়ে থাকলেও এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।'
রোববার (১৭ আগস্ট) ঢাকার কিছু সংবাদমাধ্যমে নাম প্রকাশ না করে সূত্রের বরাত দিয়ে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট ও কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দিয়েছে।
রিজওয়ানা বলেন, 'আমি পত্রিকায় দেখেছি, সরকারি পর্যায়ে সিদ্ধান্ত হলে তা লিখিত হতো। উপদেষ্টা পরিষদের সভায় এটা আলোচিত হয়নি।'
তিনি আরও বলেন, 'রাজনৈতিক দলগুলো বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করলেও উপদেষ্টা পরিষদ কোনো রাজনৈতিক দলের কথা অনুযায়ী কাজ করে না।'
'সরকারের সিদ্ধান্ত সরকার নিজের মত আলাপ আলোচনা করে নেয়। ছবি অপসারণের সঙ্গে নির্বাচন বা রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই,' বলেও উল্লেখ করেন রিজওয়ানা।
তিনি এনসিপি ও বিএনপির মধ্যে প্রচ্ছন্ন দ্বন্দ্ব বা ‘কিংস পার্টি’ তকমা প্রসঙ্গে বলেন, 'রাজনৈতিক দলের নিজের মতামত থাকবে, কিন্তু উপদেষ্টা পরিষদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সরকারের সব সিদ্ধান্ত রাজনৈতিক চাপ থেকে নয়, স্বতন্ত্র আলোচনার মাধ্যমে নেয়া হয়।'