প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৫ ১৩:২১ (সোমবার)
জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলজুড়ে আন্দোলন

ছবি: সংগৃহীত।

গাজার জিম্মি ব্যক্তিদের পরিবারের প্রতি সংহতি জানিয়ে গতকাল রোববার (১৭ আগস্ট) ইসরায়েলজুড়ে হাজারো মানুষ ধর্মঘট ও বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভকারীরা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান-হামাসের সঙ্গে সমঝোতায় পৌঁছে যুদ্ধের অবসান ঘটানো এবং অবশিষ্ট জিম্মিদের মুক্ত করার জন্য। হাতে ইসরায়েলি পতাকা ও জিম্মিদের ছবি নিয়ে তারা স্লোগান দেন। স্লোগানের পাশাপাশি বাঁশি, হর্ন ও ঢাকের শব্দে মুখর হয়ে ওঠে রাজধানীসহ বিভিন্ন শহর। অনেকেই জেরুজালেম-তেল আবিব মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন।

তেল আবিবে জিম্মি পরিবারের সঙ্গে দেখা করেন ইসরায়েলি অভিনেত্রী গাল গাদত। জিম্মি মাতান আংগ্রেস্টের মা আনাত আংগ্রেস্ট সাংবাদিকদের বলেন, ‘আজ সবকিছু থেমে গেছে সর্বোচ্চ মূল্যবোধ-জীবনের পবিত্রতাকে স্মরণ করার জন্য।’

এই বিক্ষোভের ডাক দেয় জিম্মিদের পরিবার ও যুদ্ধবিরোধী গোষ্ঠীগুলো। কিছু ব্যবসাপ্রতিষ্ঠান কর্মীদের বিক্ষোভে অংশ নেওয়ার অনুমতি দিলেও অনেক প্রতিষ্ঠান বন্ধ ছিল। তবে গ্রীষ্মকালীন ছুটির কারণে স্কুলগুলোতে এর প্রভাব পড়েনি।

ইসরায়েলি পুলিশ জানায়, স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত ৩৮ জন বিক্ষোভকারীকে আটক করা হয়। সড়ক অবরোধের সময় পুলিশের সঙ্গে কয়েকজন ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়েন।

এদিকে বিকেল ৪টার দিকে তেল আবিব ও জেরুজালেমসহ বিভিন্ন স্থানে সাইরেন বাজতে শুরু করলে বিক্ষোভ কিছু সময়ের জন্য থেমে যায়। ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে গিয়েই এ সাইরেন বাজানো হয়।

প্রধান বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ তেল আবিবের এক সমাবেশে অংশ নিয়ে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানান। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘আজ যাঁরা ঘর থেকে বের হয়ে সংহতির ডাক দিচ্ছেন, তাঁরাই দেশকে শক্তিশালী করছেন।’