প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৫ ১৬:২৯ (সোমবার)
সিলেটের জেলা প্রশাসক বদলি, আসছেন মো. সারোয়ার আলম

ছবি: সংগৃহীত।

সাদাপথরসহ সিলেট জেলার সকল পাথর কোয়ারীতে প্রকাশ্যে পাথর লুটপাটের ঘটনায় প্রশাসনের ব্যর্থতা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এমন অবস্থায় পরিবর্তন করা হলো জেলার প্রশাসনিক নেতৃত্বে।

সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রশাসনের আলোচিত কর্মকর্তা মো. সারোয়ার আলম। তিনি বর্তমানে উপসচিব পদমর্যাদায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

মো. সারোয়ার আলম র‌্যাবের ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে নানা আলোচিত অভিযানের জন্য পরিচিতি পান।
অন্যদিকে, বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ সম্প্রতি সিলেটের সাদাপাথর, জাফলং, লোভাছড়াসহ বিভিন্ন পর্যটন এলাকা থেকে প্রকাশ্যে পাথর লুট ও নদীগুলো থেকে অবৈধ বালু উত্তোলন নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন। গত এক সপ্তাহ ধরে এই ইস্যুতে তাকে ঘিরে সমালোচনা তীব্র হলে অবশেষে সরকার তাকে সরিয়ে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়।