প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৫ ১৯:২৮ (সোমবার)
সিলেটে হিলসাইড এপার্টমেন্টে হাছিন আহমদ জামে মসজিদের উদ্বোধন

ছবি: সংগৃহিত।

সিলেটের এয়ারপোর্ট থানাধীন বড়শালা এলাকায় হিলসাইড এপার্টমেন্টে হাছিন আহমদ জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) জোহরের নামাজের আগে হিলসাইড এপার্টমেন্ট লিমিটেডের স্বত্বাধিকারী হাছিন আহমদ এ মসজিদের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে বাদ জোহর নামাজে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন শাহজালাল জামে মসজিদের সাবেক খতিব আবদুল আউয়াল, মুতাওয়াল্লি হাছিন আহমদ, সেক্রেটারি সৈয়দ মকসুদ আহমদ, মাওলানা আব্দুল মুকিত, মাওলানা শামসুল ইসলাম, হাফিজ আল আমিনসহ অসংখ্য মুসল্লি।

দোয়া মাহফিলের পর মিলাদ ও শিরনি বিতরণ করা হয়।