
ছবি: সংগৃহিত।
সিলেটের প্রেসক্লাবে সোমবার (১৮ আগস্ট) পাল্টা সংবাদ সম্মেলনে গোলাপগঞ্জের বাঘা এখলাছপুর গ্রামের মো. তাজ উদ্দিন অভিযোগ করেন, মৃত সোনা মিয়ার পুত্র জয়নাল আবদীন ও তার সহযোগীরা গ্রামে নিরীহ মানুষদের হয়রানি করছেন।
তিনি জানান, জয়নাল ও তার ভাই দীর্ঘদিন প্রবাসে থাকার সুযোগ নিয়ে বাঘা ইউনিয়নের কালাকোনা মৌজায় অবস্থিত দাগ নং ৪৩৭৬, এস এ ২৮২৩, জে এল নং ৪, সিট নং ৩, ৭৫ শতক জমি জবর দখল করেছে।
স্থানীয় ইউপি সদস্য ফলিক উদ্দিনের মধ্যস্থতায় উভয় পক্ষ বৈঠকে বসে আপোসে রাজি হন এবং জামানত হিসেবে নগদ টাকা জমা রাখা হয়।
সালিসানগণ ও সার্ভেয়াররা পরিমাপ করে জমিটি তাজ উদ্দিনের বলে সিদ্ধান্ত দেন, কিন্তু জয়নাল আবদীনরা তা মেনে নেয়নি।
১৩ জুলাই জমি আবাদ করতে গেলে জয়নালরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়, এতে বেশ কয়েকজন আহত হন।
আহতদের চিকিৎসা দিতে গিয়ে, অভিযোগ অনুযায়ী, জয়নালরা গোলাপগঞ্জ থানায় তাদের ও সালিসানসহ ৬০ জনকে আসামি করে মামলা দায়ের করে। মামলায় গুরুতর অসুস্থ, বয়োবৃদ্ধ, প্রবাসী, চাকরিজীবী ও নারীদেরও আসামি করা হয়েছে।
তাজ উদ্দিন আরও জানান, ১৬ আগস্ট জয়নাল সংবাদ সম্মেলন করে তাদের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিয়েছেন।
তিনি বলেন, তার পিতা আলাউদ্দিনকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে অপপ্রচার চালানো হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। জয়নালরা ফায়দা হাসিলের জন্য রাজনৈতিক অপপ্রচার চালাচ্ছে।
তিনি সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করে তার জমি ফেরত পেতে দাবি করেন।