প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৫ ২০:২১ (মঙ্গলবার)
জুলাই শহিদ ও যোদ্ধা ভাতার জন্য আবেদন আহ্বান

ছবি: সংগৃহিত।

জুলাই মাসে গণঅভ্যুত্থানে শহিদ ও যোদ্ধাদের জন্য নির্ধারিত মাসিক সম্মানীভাতা প্রদানের জন্য আবেদন আহ্বান করা হয়েছে।

জুলাই মাসের জন্য ভাতা প্রাপ্তির কার্যক্রম শুরু হয়েছে। যাদের ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে, তাদের ব্যাংক হিসাবের মাধ্যমে এককালীন অনুদান এবং জুলাই ২০২৫ মাসের সম্মানীভাতা প্রদান করা হবে।

যাদের ব্যাংক হিসাবের তথ্য নেই, তাদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.molwa.gov.bd)-এ প্রকাশিত ‘জুলাই শহিদ ও জুলাই যোদ্ধা ভাতা’ সেবার গুগল ফর্ম ব্যবহার করে আবেদন করতে হবে।

প্রমাণপত্রসহ আবেদন জমা দেওয়ার শেষ সময় ২১ আগস্ট ২০২৫, বিকাল ৫টা।

আবেদন জমা দেওয়ার ঠিকানা:
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ সরকারি পরিবহন পুলভবন, সচিবালয় সংযোগ সড়ক, কক্ষ নং-১০৪৪।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফর্ম ২০ আগস্ট রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত পর্যন্ত খোলা থাকবে।

আবেদনকারীরা উল্লেখিত গাইডলাইন অনুযায়ী তথ্য পূরণ করে অনলাইনে এবং প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে জমা দিতে পারবেন।