প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৫ ২০:৩৩ (মঙ্গলবার)
প্যারিসে প্রবাসী ভোটাধিকারের ছায়া রোডম্যাপ ঘোষণা

ছবি: সংগৃহিত।

ফ্রান্সের রাজধানী প্যারিসে রবিবার (১৭ আগস্ট)  ফ্রান্স শাখা কতৃক আয়োজিত জাতীয় নাগরিক পার্টি-ডায়াস্পোরা অ্যালায়েন্সের এক জরুরি সংবাদ সম্মেলনে প্রবাসীদের অনলাইন ভোটার নিবন্ধন প্রক্রিয়া দ্রুত শুরু করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে তুলে ধরা হয় যে, মাত্র ২১ দিনের মধ্যে প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশিকে নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু এখনো পর্যন্ত নিবন্ধনের জন্য কার্যকর কোনো অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়নি, যা পুরো প্রক্রিয়াকে অনিশ্চিত করে তুলছে

লিখিত বক্তব্য উপস্থাপন করেন ডায়াস্পোরা অ্যালায়েন্সের কো-অর্ডিনেটর (অপারেশন্স) তারিক আদনান মুন।

এছাড়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় সদস্য ও ইউরোপ প্রতিনিধি ওমর ঢালী এবং ডায়াস্পোরা অ্যালায়েন্স জার্মানির আহ্বায়ক সাখাওয়াত হোসাইন তুরাগ।

সংগঠনটির ফ্রান্স শাখার আয়োজনে এই অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ফ্রান্সের প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন পাটোয়ারী।

তাদের মতে পোস্টাল ব্যালটে ভোট আয়োজনের মূল চ্যালেঞ্জসমূহ-

১. ভোটার নিবন্ধন শুরুর সময়সীমা: আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে হবে।

২. কারিগরি সক্ষমতা: অনলাইন প্ল্যাটফর্ম উন্মুক্ত করার পর বাড়তি ব্যবহারকারীর চাপে যাতে বন্ধ না হয়ে যায়, তার জন্য পর্যাপ্ত কারিগরি সক্ষমতা নিশ্চিত করতে হবে।

৩. ভুয়া নিবন্ধন প্রতিরোধ: ই-কেওয়াইসি, ফেসিয়াল রিকগনিশন ও বিদেশি ফোন নম্বর ব্যবহারের বাধ্যবাধকতা আরোপ করতে হবে।

৪. গোপনীয়তা নিশ্চিতকরণ: প্রতিটি ভোটারের জন্য তিনটি খাম (ফেরত খাম, গোপন খাম ও ভোটার নির্দেশিকা সম্বলিত খাম) সরবরাহের দাবি জানানো হয়।

৫. ভোট বাতিল কমানোঃ পোস্টাল ব্যালট বাতিল হওয়ার হার কমানোর জন্য প্রতীক বরাদ্দ মূল ভোটগ্রহণের কমপক্ষে ৪০ দিন আগে সম্পন্ন করতে হবে ও প্রার্থীদের তালিকা দ্রুত অনলাইনে প্রকাশ করতে হবে।

সংবাদ সম্মেলনের দ্বিতীয় পর্বে জাতীয় নাগরিক পার্টি–ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স প্রস্তুতি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

ফ্রান্স কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন কমিটির আহবায়ক ইফতেশাম চৌধুরী।

ফ্রান্সের প্রস্তুতি কমিটির সদস্য সচিব মু. শাহপরান আহম্মেদ শাকিল ফ্রান্স কমিটির অঞ্চলভিত্তিক কার্যক্রম বিস্তার, সদস্য সংগ্রহ, কাউন্সিল এবং অর্থনৈতিক মডেল তুলে ধরেন।

যুগ্ম-আহ্বায়ক ফরমান উল্লাহ জানান, বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিকেরা বাংলাদেশ-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, ফ্রান্সে বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিং এবং স্থানীয় রাজনৈতিক ও কূটনৈতিক মহলের সঙ্গে সম্পর্ক জোরদারে কাজ করবেন।

যুগ্ম-আহ্বায়ক মনোয়ার পাটোয়ারী জানান এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের ফ্রান্স শাখা ফ্রান্সে বাংলাদেশী প্রবাসীদের ভোটাধিকার, এম্বাসি ও এয়ারপোর্টে হয়রানি, দেশে ও দূতাবাসে কাগজপত্র সংক্রান্ত জটিলতা, ফ্রান্সে পড়তে আসা শিক্ষার্থীদের সাহায্য করাসহ বিভিন্ন জটিলতা সমাধানে কাজ করবে।

এর পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত নেতৃবৃন্দ।