
ছবি: সংগৃহিত।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নিয়মে আসছে বড় পরিবর্তন। আর শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে না।
এবার থেকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিশেষ বিসিএসের মতো পদ্ধতিতে সরাসরি নিয়োগ দেওয়া হবে। এজন্য শিক্ষক নিয়োগের বিধি সংশোধনের উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)
সংশোধিত বিধিটি বর্তমানে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য রয়েছে। ভেটিং শেষ হলে শিক্ষা মন্ত্রণালয় তা জারি করবে।
সংশোধিত বিধি জারি হলে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তির পরিবর্তে প্রকাশ করা হবে নিয়োগ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই প্রার্থীর বয়স গণনা করা হবে, ফলে আলাদা বয়সসীমার বাধা আর থাকবে না।
একই সঙ্গে শূন্যপদের দ্বিগুণ প্রার্থীকে ভাইভার জন্য ডাকা হবে। উদাহরণস্বরূপ, শূন্যপদ যদি ৫০ হাজার হয়, তবে ভাইভায় অংশ নেবেন ১ লাখ প্রার্থী।
পরীক্ষার ধরনও পরিবর্তন হচ্ছে। নতুন পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে, যেখানে কিছু অংশ থাকবে এমসিকিউ এবং বাকিটা লিখিত। সর্বশেষ ধাপে অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা (ভাইভা)।
এ বিষয়ে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, 'এখন শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা হয়। নতুন নিয়মে আর সেটা হবে না। অনেকটা বিশেষ বিসিএসের মতোই হবে। এতে প্রার্থীদের জন্য পরীক্ষার ধাপও সহজ হবে।'
তিনি আরও জানান, আগামী ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার পরিবর্তে নতুন পদ্ধতিতে সরাসরি শিক্ষক নিয়োগ করা হবে।
এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, 'যত শূন্যপদ থাকবে, তত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ফলে নিবন্ধন পাস করেও প্রার্থীদের আর বসে থাকতে হবে না।'