
ছবি: সংগৃহিত।
চাকরিজীবী পুরুষদের তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে বলে মত দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম।
তিনি বলেছেন, বাবারা যদি শিশুর যথাযথ যত্ন ও মায়ের সেবায় দায়িত্বশীল ভূমিকা নেন, তাহলে পিতৃত্বকালীন ছুটি কার্যকর করা সম্ভব।
তিনি বলেন, 'পিতৃত্বকালীন ছুটি দিতে হলে তিনটি শর্ত মানতে হবে- শিশুকে সময় দিতে হবে, শিশুর যত্নে সমান অংশগ্রহণ থাকতে হবে এবং মায়ের সেবা করতে হবে। প্রয়োজনে এই শর্তগুলো লিখিতভাবে উল্লেখ থাকবে।'
সোমবার (১৮ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মশালার আয়োজন করে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, সহযোগিতায় ছিল বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন (বিবিএফ)।
এবারের প্রতিপাদ্য- ‘মাতৃদুগ্ধ পানকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক পরিবেশ গড়ে তুলুন’।
নুরজাহান বেগম বলেন, শিশুর স্বাস্থ্য সুরক্ষায় মাতৃদুগ্ধের বিকল্প নেই। তাই গুঁড়া দুধ খাওয়ানোর প্রবণতা নিরুৎসাহিত করে মাতৃদুগ্ধ নিয়ে সমন্বিত সচেতনতা বাড়াতে হবে।
তিনি আরও বলেন, 'মাতৃদুগ্ধের প্রচারে শুধু সরকার বা স্বাস্থ্য খাত নয়, এনজিও কর্মী থেকে শুরু করে মসজিদের ইমাম, মন্দির-গির্জার ধর্মযাজকরাও ভূমিকা রাখতে পারেন। এমনকি মিডিয়ারও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।'
তিনি মায়ের স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে বলেন, 'মায়ের স্বাস্থ্য ভালো থাকলে শিশুও ভালো দুধ পাবে। তাই মায়ের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে।'
সভাপতির বক্তব্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সরোয়ার বারী বলেন, 'মেধাসম্পন্ন জাতি গড়তে চাইলে মাতৃদুগ্ধ নিশ্চিত করার বিকল্প নেই। ইতিমধ্যে মাতৃদুগ্ধ পানকারীর হার ৬৫ শতাংশ থেকে কমে ৫৮ শতাংশে নেমে এসেছে।'
কর্মশালায় আরও বক্তব্য দেন- স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নাজমুল হোসেন, বিবিএফ চেয়ারম্যান ডা. এসকে রায়, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. সারিয়া তাসনিম প্রমুখ।