প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৫ ২২:৫৭ (মঙ্গলবার)
‘থামা’র ভ্যাম্পায়ার চরিত্রে নওয়াজউদ্দিন সিদ্দিকী

থেমে নেই এক মুহূর্তও। ভ্যাম্পায়ার থিমে নির্মিত রোমান্টিক কমেডি ‘থামা’-র শুটিং চলছে জমজমাটভাবে উটির ঘন জঙ্গলে। ছবিতে ভিন্ন স্বাদের রোম্যান্সে ধরা দেবেন আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মন্দানা। প্রেম, রহস্য আর অন্ধকার অতীতের ছায়া মিলিয়ে এক ভিন্নধর্মী ভালোবাসার গল্প তুলে ধরা হবে এই সিনেমায়।

পরিচালক আদিত্য সারপোটদার এর এই ছবির শেষ দফার শুটিং হয়েছে উটির ডোডাবেট্টা পিক ও নীলগিরির গভীর জঙ্গলে। এ পর্যায়ে শুধু রোমান্টিক দৃশ্য নয়, ছবির ক্লাইম্যাক্স ও গুরুত্বপূর্ণ ফ্ল্যাশব্যাকের দৃশ্যও ধারণ করা হয়েছে। আর এখানেই প্রবেশ ঘটছে নওয়াজউদ্দিন সিদ্দিকীর- ভয়াল ভ্যাম্পায়ার ‘যক্ষসান’ চরিত্রে। তার অতীত, অভিশাপ ও ভয়ঙ্কর উৎস থেকেই উন্মোচিত হবে ছবির মূল রহস্য।

চরিত্রগুলির প্রথম ঝলক সোমবার (১৮ আগস্ট) প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা।

গল্পে আয়ুষ্মানের নাম ‘অলোক’, মুখজুড়ে রহস্যের ছায়া। রাশমিকা ‘তারকা’, তীক্ষ্ণ দৃষ্টি ও লম্বা চুলে ভয় ধরিয়েছেন দর্শকদের।

নওয়াজউদ্দিনের ভীতিকর অবতার ইতিমধ্যেই আলোচনায়। পাশাপাশি বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়ালকে দেখা যাবে ‘রাম গোপাল বাজাজ’ চরিত্রে, যার চরিত্র রহস্য আরও বাড়িয়েছে কৌতূহল।

ছবির নাম ‘থামা’ এসেছে মহাভারতের অমর চরিত্র অশ্বত্থামা থেকে। কাহিনি এগোবে দুই টাইমলাইনে- আধুনিক ভারত ও পৌরাণিক অতীতকে একসঙ্গে বুনে।

গল্পে আয়ুষ্মান অভিনীত এক ঐতিহাসিক গবেষক পৌরাণিক কাহিনির ভেতর ঢুকে পড়েন, যেখানে প্রাচীন বিজয়নগরের ধ্বংসস্তুপে মেলে অসমাপ্ত প্রেম ও অভিশাপের ইতিহাস।

ভ্যাম্পায়ারদের ভারতীয় লোককথা, পৌরাণিক ভিত্তি, প্রেম ও আবেগের সমন্বয়ে ‘থামা’ দর্শকদের দেবে এক জাঁকজমকপূর্ণ কিন্তু আবেগঘন অভিজ্ঞতা।

ছবির প্রথম ঝলক প্রকাশের পরই সিনেমাপ্রেমীদের মধ্যে উত্তেজনা কয়েকগুণ বেড়ে গেছে।