প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫ ১২:১৫ (বৃহস্পতিবার)
গোপালগঞ্জে আওয়ামী লীগের আট নেতার একযোগে পদত্যাগ

ছবি: সংগৃহীত।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আটজন নেতা একযোগে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার বিকেলে ননীক্ষীর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যক্তিগত কারণ দেখিয়ে তাঁরা এ ঘোষণা দেন।

পদত্যাগকারীরা হলেন-ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মনোজ মৌলিক ও কাজি মিজানুর রহমান, সহপ্রচার সম্পাদক রাসেল শেখ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালিল কাজি, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য স্বপন শেখ, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর আলম মিয়া, ৬ নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক সুবল রায় এবং ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আক্কাস চোকদার।

লিখিত বক্তব্যে মনোজ মৌলিক বলেন, ‘আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি নিচ্ছি। তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থে কাজ চালিয়ে যাব।’

একসঙ্গে আটজন নেতার পদত্যাগে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে পদত্যাগের কারণ বা অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে তারা কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদেরও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।