ছবি: সংগৃহীত।
সিলেটের বিয়ানীবাজার উপজেলার নিদনপুর এলাকায় আবুল মিয়ার বাড়িতে বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা প্রায় ৫ লাখ টাকা নগদ, ২৫ ভরি স্বর্ণালংকার এবং দুটি আইফোনসহ আরও কিছু মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের বক্তব্য অনুযায়ী, রাতের আঁধারে ৮–১০ জনের ডাকাত দল আবুল মিয়ার বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির মূল দরজা ভেঙে পরিবারের সদস্যদের মারধর করে জিম্মি করে। এক পর্যায়ে আবুল মিয়াকে বেঁধে রাখা হয় এবং তার স্ত্রীর গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে আলমারি খুলে নগদ, স্বর্ণালংকার ও অন্যান্য দামি মালামাল বের করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আত্মীয় বলেন, ‘আমি এখানে বেড়াতে এসেছিলাম। রাতের বেলা ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে সমস্ত নগদ ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। নিরাপত্তার জন্য আমরা কেউ চিৎকার করতে বা সাহায্য ডাকার সাহস পাইনি।’
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উজ্জামান জানান, ডাকাতরা ঘরের আলো বন্ধ রেখে সংঘটিত এই ডাকাতি করেছে, তাই প্রাথমিক পর্যায়ে তাদের শনাক্ত করা কঠিন। তিনি বলেন, ‘পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ ঘটনার দায়ীদের খুঁজে বের করার চেষ্টা করছি। পুলিশের একটি টিম আলামত সংগ্রহের কাজ করছে যাতে দ্রুত সময়ে ডাকাতদের গ্রেফতার করা সম্ভব হয়।’
এ ঘটনায় স্থানীয় মানুষদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দাবি করেছেন, এমন ভয়ঙ্কর ঘটনা যেকোনও সময় যে কারও বাড়িতে ঘটতে পারে। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে এলাকায় পাহারা জোরদার করা হবে এবং দ্রুত সময়ে দোষীদের আইনের আওতায় আনা হবে।