প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫ ১৩:৩৯ (বৃহস্পতিবার)
ফেনীতে থানার পাশে দুর্ধর্ষ চুরি, সিসিটিভি ফুটেজ ভাইরাল

ছবি: সংগৃহিত।

ফেনীর সোনাগাজী মডেল থানার মাত্র ৩০০ গজ দূরে শেখ আকিলা মার্কেটের ‘মেসার্স ভাই ভাই ইলেকট্রনিকস’ শো-রুমে ভোরবেলায় দুর্ধর্ষ চুরি হয়েছে। চোররা ৪৫০টির বেশি মোবাইল ফোন, ৫০টি হাতঘড়ি এবং প্রায় ৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগী মালিক সবিবুল ইসলাম পলাশ জানিয়েছেন, চোরদের মধ্যে দু’জন দোকানের ভেতরে মালামাল ভর্তি করছিল, বাকিরা নিচে পাহারা দিচ্ছিল। চুরির ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এবং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজীদ হোসেন আকন বলেন, ‘আপনি যেটি দেখেছেন, আমিও সেটি দেখেছি। আমরা তদন্ত করছি।’ চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ব্যবসায়ীরা ঘটনার কারণে আতঙ্কিত, এবং বিষয়টি পরিকল্পিত চুরি হিসেবে উল্লেখ করেছেন।