প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫ ১৪:৩৬ (বৃহস্পতিবার)
লাপাত্তা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক (ছ্বি সংগৃহিত)
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক দুস্থ ও ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পসহ বিভিন্ন খাত থেকে প্রায় ৩৩ লাখ ৭৫ হাজার টাকা আত্মসাৎ করে উধাও হয়েছেন। এছাড়া তিনি অফিস কর্মচারী ও উপজেলার কর্মকর্তাদের কাছ থেকেও কয়েক লাখ টাকা ঋণ নিয়েছেন।
মোজাম্মেল হক ২০২৪ সালের মে মাসে মোহনগঞ্জে যোগদান করেন। তদন্তে দেখা গেছে, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, মাতৃকেন্দ্র ঋণ, ভিক্ষুক পুনর্বাসন ও ক্ষুদ্রঋণ প্রকল্পের অর্থ তিনি জাল স্বাক্ষরের মাধ্যমে উত্তোলন করেছেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শাহ আলম জানান, অভিযোগ প্রমাণিত হলে মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা হবে, তিনি চাকরি হারাবেন এবং টাকা ফেরত দিতে বাধ্য হবেন। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়েছে।