প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫ ১৫:০০ (বৃহস্পতিবার)
ছবি: সংগৃহিত।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটার্নে শুক্রবার (২২ আগস্ট) দুপুরে একটি কাভার্ডভ্যান প্রাইভেটকারের ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন।
নিহতদের পরিচয় পাওয়া যায় নি।
কুমিল্লা রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার খাইরুল আলম ঘটনাটি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যানজট তৈরি হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের ওপর উল্টে পড়লে এই প্রাণহানি ঘটে।