ছবি: ইমজা নিউজ
সাদাপাথর লুটকাণ্ডে জড়িত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়ে গেছে। চাকরি বিধি অনুযায়ী এ প্রক্রিয়ায় কিছুটা বেশি সময় লাগে। অল্প কিছুদিনের মধ্যেই এ বিষয়টি দৃশ্যমান হবে বলে দাবি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোখলেছুর রহমান।
তিনি শুক্রবার (২২ আগস্ট) সিলেটের সাদাপাথর এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
তিনি বলেন, ’এ দেশে মাননীয় রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টার চেয়ে বড় কেউ নেই। যত বড় সরকারি কর্মকর্তাই হোন না কেন, তাঁর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। তবে এ প্রক্রিয়াটি সময়সাপেক্ষ। সরকার ও মন্ত্রণালয় এ বিষয়ে কাজ শুরু করে দিয়েছে।’
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক সারোয়ার আলমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।