প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৫ ১০:৪৫ (বৃহস্পতিবার)
একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু

ছবি: সংগৃহীত।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়, যা চলবে  সোমবার (২৫ আগস্ট) রাত ৮টা পর্যন্ত। ভর্তি বিষয়ক কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে ২৮ আগস্ট।

এর আগে প্রথম ধাপের ফলাফল প্রকাশিত হয় গত বুধবার সন্ধ্যায়। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ৩৭৮টি কলেজ ও মাদ্রাসায় কোনো শিক্ষার্থী নির্বাচিত হয়নি। এছাড়া ১০টি কলেজে ভর্তির জন্য কেউ আবেদনই করেনি। তাছাড়া আবেদন করেও নির্বাচিত হয়নি ২৫ হাজার ৩৪৮ শিক্ষার্থী, যাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাই ৫ হাজার ৭৬৫।

ভর্তির জন্য আবেদন করতে নির্ধারিত ফি জমা দিয়ে একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা মাদ্রাসা পছন্দক্রমে উল্লেখ করতে পারেন। পরে মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রম অনুযায়ী শিক্ষার্থীর অবস্থান নির্ধারণ করা হয়।