প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৫ ১৫:০১ (বৃহস্পতিবার)
মেসির নেতৃত্বে ভারত আসছে আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত।

আর্জেন্টিনা ফুটবল দল এবার অক্টোবর ও নভেম্বর মাসে প্রীতি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্র, অ্যাঙ্গোলা ও ভারতের কেরালায় সফরে যাবে। এই সফরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৬ থেকে ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রে অবস্থান করবে দল। এরপর ১০ থেকে ১৮ নভেম্বর অ্যাঙ্গোলার লুয়ান্ডা ও ভারতের কেরালায় সফর অনুষ্ঠিত হবে। এখনও প্রতিপক্ষ দলের নাম চূড়ান্ত হয়নি। ভারতের কেরালা সফরে ম্যাচের সম্ভাব্য ভেন্যু হতে পারে কোচি।

সফরের আগে সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের সঙ্গে দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর্জেন্টিনা ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার পয়েন্ট তালিকায় শীর্ষে থাকায় ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

এর আগে আর্জেন্টিনার ভারত সফরের চেষ্টা দীর্ঘদিন ধরে চলছিল। ২০১১ সালে কলকাতায় আর্জেন্টিনা দলের একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এবার নভেম্বরে কেরালায় বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসি ও তার দল খেলবেন বলে নিশ্চিত করা হয়েছে।