ছবি: সংগৃহীত
সিলেটের প্রাচীনতম ক্লাব `রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল' এর আয়োজনে রোটারি ডেজিগনেটেড মান্থ আগস্ট উপলক্ষে মেম্বারশিপ ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট ) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে এ সেমিনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ আমিরুল ইসলাম।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কি-নোট স্পিকার রোটারিয়ান পিপি তৈয়বুর রহমান। এর আগে মেম্বারশিপ ডেভেলপমেন্ট সেমিনার আয়োজনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি মো. সিদ্দিকুর রহমান।
আয়োজনের সমাপনীতে ‘ভোট অব থ্যাংকস’ প্রদান করেন রোটারিয়ান পিপি মো. শামসুদ্দিন। এ সেমিনারের মাধ্যমে একজন নতুন সদস্যকে ক্লাবে অন্তর্ভুক্ত করে বরণ করা হয়। সেমিনারের একটি পর্বে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে তিনটি কুইজের মধ্যে দুটি সঠিক উত্তর দিয়ে বিজয়ী হন রোটারিয়ান মনসুর আহমেদ।
সেমিনারে উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান শিশির রঞ্জন সরকার, রোটারিয়ান পিপি আব্দুল মুকিত, রোটারিয়ান পিপি ড. এম. শহিদুল ইসলাম (এড), রোটারিয়ান পিপি মো. শিব্বির আহমদ, রোটারিয়ান পিপি মো. নজরুল ইসলাম, রোটারিয়ান পিপি বিকাশ কান্তি দাস, রোটারিয়ান পিপি রুহুল আলম, রোটারিয়ান আইপিপি আব্দুর রহমান, রোটারিয়ান আহমেদ রশিদ চৌধুরীসহ আরও অনেকে। এছাড়াও সেমিনারে বেশ কয়েকজন অতিথি অংশগ্রহণ করেন।