প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৫ ১৪:০৩ (বৃহস্পতিবার)
‘একাত্তরের গণহত্যার ইস্যুর সমাধান হয়েছে দুইবার’, ইসহাক দারের দাবি

ছবি: সংগৃহীত।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দাবি করেছেন,  ইতোমধ্যেই দুইবার একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনাসহ অমীমাংসিত তিন সমস্যার সমাধান হয়েছে।

রোববার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হলে ইসহাক দার বলেন, ‘১৯৭৪ সালে প্রথমবারের মতো এ ইস্যুর নিষ্পত্তি হয়। সেই সময়ের দলিল দুই দেশের জন্যই ঐতিহাসিক। এরপর জেনারেল পারভেজ মোশাররফ বাংলাদেশ সফরে এসে প্রকাশ্যে ও খোলামনে এ বিষয়ে সমাধান করেন। ফলে বিষয়টির সমাধান হয়েছে দুইবার-একবার ১৯৭৪ সালে এবং আরেকবার ২০০০ সালের শুরুতে।’

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে সুসম্পর্ক জোরদার ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর জন্য আলোচনার ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন।