ছবি: সংগৃহীত।
হবিগঞ্জের লাখাই উপজেলার চিকনপুর গ্রামে অবস্থিত একটি সাধারণ ব্রিজ এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। সম্প্রতি ফেসবুক ও টিকটকের কারণে এ ব্রিজের জনপ্রিয়তা বাড়তে থাকায় প্রতিদিনই স্থানীয় ও দূরদূরান্তের মানুষ ভিড় জমাচ্ছেন। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন ও বিকেল চারটার পর থেকে দর্শনার্থীর সংখ্যা হু হু করে বেড়ে যায়।
চিকনপুর ব্রিজের মূল আকর্ষণ এর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য। ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত নদী, তার দুই ধারের জলমগ্ন রাস্তা এবং গোধূলি লগ্নে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দর্শনার্থীদের মুগ্ধ করে। কেউ ব্রিজে দাঁড়িয়ে লোকগান পরিবেশন করেন, আবার কেউ একতারা বাজিয়ে সময় কাটান। অনেক পর্যটক স্থানীয় ডিঙি নৌকায় করে নদী ও হাওরে ঘুরে বেড়ান কিংবা সাঁতার কাটেন।
দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের কারণে এলাকায় প্রতিদিন মাইক্রোবাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলের সারি দেখা যায়। যদিও এখনো এখানে তেমন কোনো অবকাঠামোগত সুবিধা নেই, তারপরও এর জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও শেয়ার করার প্রবণতা এই স্থানটিকে আলোচনায় এনেছে।
দর্শনার্থী ও স্থানীয়দের মতে, যথাযথ উদ্যোগ নেওয়া হলে চিকনপুর ব্রিজকে একটি পরিকল্পিত পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। তবে উদ্যোগের অভাবে অবহেলায় পড়ে গেলে এই সম্ভাবনা নষ্ট হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।