প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৫ ১৪:৫২ (বৃহস্পতিবার)
‘হে বাংলাদেশের মানুষ, আমার কি বেঁচে থাকার অধিকার নাই’- বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান

ছবি: সংগৃহিত।

সিনিয়র অ্যাডভোকেট ও বিএনপি উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসার সামনে হত্যার হুমকি দিয়ে  স্লোগান দিচ্ছে কিছু মানুষজন। ওরা তার গলা কেটে হত্যা করার হুমকি দিয়ে শ্লোগান দিচ্ছে বলে অভিযোগ করেছেন। তিনি এতে শংকিত। তিনি নিরাপত্তা চেয়েছেন দেশবাসীর কাছে।
ফজলুর রহমান বলেন, ‘হে বাংলাদেশের মানুষ আমি তো আজ থেকে ৫৪ বছর আগে আপনাদের জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। আমার কি এটাই প্রাপ্য? আমার কি জীবনে বেঁচে থাকার অধিকার নাই? 
সিনিয়র আইনজীবী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান অভিযোগ করেছেন, তাঁর বাসার সামনে কয়েকজন যুবক সকাল থেকে তাঁকে হত্যার হুমকি দিয়ে স্লোগান দিয়েছে। ঘটনাটি ঘটেছে রাজধানীর কনকর্ড টাওয়ার এলাকায়, যেখানে তিনি ভাড়া বাসায় থাকেন।
ফজলুর রহমান বলেন, ‘আমার বাসার সামনে সাত থেকে আট জন ছেলে-মেয়ের একটি দল জড়ো হয়ে বলেছে, আমাকে হত্যা করতে হবে। যদিও আমি মৃত্যুর ভয় পাই না, তবে আমার নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে।’
তিনি বলেন, ‘এই ঘটনার পর জানতে পেরেছেন, তাঁর দলের পক্ষ থেকে কিছু বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে। আমি নির্দিষ্ট সময়ের মধ্যে দলের কাছে আমার উত্তর দেব এবং দলের সিদ্ধান্ত মেনে নেব।’

ফজলুর রহমান দেশের মানুষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তাঁর মৌলিক অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেয়ার হবান জানান।
তিনি বলেন, ‘আমি সারা বাংলাদেশের ১৮ কোটি মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই, হে বাংলাদেশের মানুষ আমি তো আজ থেকে ৫৪ বছর আগে আপনাদের জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। আমার কি এটাই প্রাপ্য? আমার কি জীবনে বেঁচে থাকার অধিকার নাই।? বিদেশ থেকে বসে কিছু ইউটিউবার আমাকে হত্যা করার কথা বলছে। মবের মাধ্যমে আমাকে হত্যা করতে চায়। দেশবাসী আপনারা এর প্রতিবাদ করুন।’

তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনাদের মাধ্যমে দেশের মানুষ আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বাহিনী সবার কাছে আমি আহবান করতে চাই আপনারা আমার ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার আপনারা দয়া করে নিশ্চিত করুন।’