প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৫ ১৪:৫৭ (বৃহস্পতিবার)
সাদা পাথরে প্রতিস্থাপন চলছে, লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান অব্যাহত

ছবি: সংগৃহীত।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদা পাথর থেকে লুট হওয়া প্রায় ২৮ লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন। এরই মধ্যে প্রায় ১৪ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন করা হয়েছে।

প্রশাসনের এ উদ্যোগে পর্যটকরা সন্তোষ প্রকাশ করলেও তাদের দাবি, প্রতিস্থাপনের পর যেন আবার লুটপাট না হয়, সেদিকে কড়া নজর রাখতে হবে।

‘মেঘ-পাহাড় আর পাথরের রাজ্য’ হিসেবে পরিচিত সাদা পাথরে প্রতিদিনই ভিড় করেন দেশ-বিদেশের পর্যটকরা। বর্ষায় দূর থেকে এই স্থানকে মনে হয় শিল্পীর তুলি দিয়ে আঁকা অপরূপ এক দৃশ্যপট। তবে পাথর লুটপাটের কারণে পর্যটকরা আক্ষেপ প্রকাশ করেছেন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান, ইতোমধ্যে একটি বড় অংশ প্রতিস্থাপন করা হয়েছে। লুট হওয়া বাকি পাথর উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

অন্যদিকে পরিবেশকর্মীরা বলছেন, সরকারকে আরও শক্ত অবস্থানে থেকে প্রকৃতি রক্ষা ও পর্যটন শিল্পকে এগিয়ে নিতে হবে। তাহলে পর্যটকরা আকৃষ্ট হবেন এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।